১৫ কর্মদিবসের মধ্যে মুুক্তিযোদ্ধা যাচাই-বাছাই – মোজাম্মেল হক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,১৬ এপ্রিল : মুুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেছেন,আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ার পর আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কাজ শেষ হবে। মুজিবনগর দিবস পালন উপলক্ষে মন্ত্রনালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় মন্ত্রনালয়ের সচিব মোজাম্মেল মাহমুদ রেজা খান উপস্থিত ছিলেন। মোজম্মেল হক বলেন,“আদালতে রিট হওয়ার কারণে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম বন্ধ ছিল। ভুল তথ্যের ভিত্তিতে আদালত সন্তুষ্ট হয়েছেন এবং স্থগিতাদেশ তুলে দিয়েছেন। বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম মন্ত্রী বলেন, আমরা ১৫ কার্যদিবসের মধ্যে সময় দিয়েছি। বলে দেওয়া হয়েছে, এ সময়ের মধ্যে শেষ করতে হবে। যাচাই-বাছাইয়ের বিষয়ে আপিলে সুযোগ থাকবে জানিয়ে মন্ত্রী বলেন,“আমরা এক মাস সময় দিব। কেউ যদি মনে করেন, যাচাই-বাছাইয়ে পক্ষপাতিত্ব হয়েছে বা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। শুনানির মাধ্যমে এ বিষয়টি চূড়ান্ত হবে। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় জাসদ, বাসদ, বিএনপি, জাতীয় পাট্টি এগুলো ছিল না। যারা মুক্তিযুদ্ধ করেছেন। আমরা তালিকা করেছি ১৯৭১ পর্যন্ত ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তাদের কি ভূমিকা ছিল তার ভিত্তিতে। আজকে কার কি ভূমিকা সেটা বিবেচ্য বিষয় নয়। আজকে তিনি কি করছেন এটা মোটেও বিবেচনায় আনতে রাজি নই। প্রসঙ্গত, গত ১২ জানুয়ারী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছ্ইায়ের জন্য মহানগর, জেলা ও উপজেলায় কমিটি করতে নির্দেশ দেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় । পরে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।