ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৪ এপ্রিল : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন করা হয়েছে। এসব কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস থেকে বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক ধরে নগরীর লালবাগ বাজার হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। বাদ্যের তালে তালে র্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রং-বেরঙ্গের বাঙ্গালি ঐতিহ্যের নানা চিত্র প্রদর্শন করেন। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পিঠা-পুলি এবং পান্তাসহ নানা খাবারের পসরা (স্টল) সাজিয়ে বাঙ্গালি ঐতিহ্যের চিত্র তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অপরদিকে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন বিভাগ দিবসটি উদযাপন উপলক্ষে বাঙ্গালি খাবারসহ পৃথক পৃথক নানা কর্মসূচির আয়োজন করেছে। বৈশাখী আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, সকলকে বাঙ্গালি ঐতিহ্য লালন করতে হবে। বিদেশী সংস্কৃতি নয় বরং বাঙ্গালি সংস্কৃতির চর্চা করতে হবে। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করা সম্ভব। ১লা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, উপাচার্যের সহধর্মিনী সমাজকর্মী মিসেস গুল নাহার নবী প্রমুখ বক্তৃতা করেন।