
রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন। এটি বিপাক কার্যক্রম ভালো করতে সাহায্য করে। এতে ওজন দ্রুত কমে। এ ছাড়া রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও উপকারী। আর মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের প্রতিটি কোষকে শক্তিশালী করে এবং রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ায়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
উপাদান
* রোস্টেড রসুনের কোয়া দুই থেকে তিনটি
* মধু এক টেবিল চামচ
প্রণালি
* রোস্টেড রসুনকে ছোট ছোট টুকরো করে কাটুন।
* মধুর মধ্যে রসুনের টুকরোগুলো দিন।
* উপাদানগুলো ভালোভাবে মেশান।
* দুই মাস সকালে নাশতার পর এই মিশ্রণ খান।
সূত্র : বোল্ডস্কাইয়ের