যেকোনো সময় মুফতি হান্নানের ফাঁসি: স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১২ এপ্রিল : জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানের মৃত্যুদণ্ড যেকোনো সময় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বুধবার বিকালে বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের স্ক্রলে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে এ খবর দেয়া হয়।

তিনি বলেন, যেকোনো সময় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। প্রক্রিয়া চলছে।

এদিকে মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। কারাগার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মুফতি হান্নানের স্বজনরা তার সঙ্গে শেষবারের মতো দেখা করেছেন। এছাড়া মুফতি হান্নানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবর খোঁড়া শেষ হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক আহত হন।

এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আপিল এবং রিভিউতেও তিনজনের মৃত্যুদণ্ড বহাল থাকে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে যায়।