মোহনগঞ্জে ১৩ ছাত্রসহ ৩ শিক্ষক বহিষ্কার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১০ এপ্রিল : নেত্রকোনার মোহনগঞ্জে নকল করার দায়ে ১৩ এইসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নকলে সহায়তা করার দায়ে এ সময় তিন শিক্ষককে বহিষ্কার করা হয়। আজ সোমবার সকালে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে কারিগরি স্কুল ও কলেজের ওইসব পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, ‘পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে মোহনগঞ্জ কারিগরি স্কুল ও কলেজ এর পরীক্ষা চলাকালে আমি পরিদর্শনে গিয়ে ১৩ জন ছাত্রের হাতে নকল পেয়েছি ও এ বিষয়ে ৩ শিক্ষকে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছি।’ বহিষ্কৃত শিক্ষকরা হলো হল সুপার মো. মাসুদ রানা, মো. নুর মোমেন খাঁন, মো. মুখলেছুর রহমান।