ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মাদারীপুর প্রতিনিধি,০৯ এপ্রিল : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে বিএনপি ভাঁওতাবাজি করছে। এ ব্যপারে তাদের নির্দিষ্টভাবে কোনো বক্তব্য নেই।
গতকাল শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিঁউ মন্দিরের শত বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, সীমান্ত, সমুদ্র চুক্তি ও শান্তি চুক্তিসহ আন্তর্জাতিক ও জাতীয়ভাবে যা কিছু দেশের স্বার্থে করা হয়েছে তা শেখ হাসিনার আমলেই হয়েছে। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ২১ বছর যারা ক্ষমতায় ছিল, তারা কিছুই করেনি।
মন্দিরের সভাপতি অমূল্য কুন্ডুর সভাপতিত্বে এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন চন্দ্র শিকদার, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।