ঢাবিতে এনআইটিইউবির আয়োজনে প্রশিক্ষণ প্রোগ্রাম কোর্সের উদ্বোধন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৮ এপ্রিল : ‘নেটওয়ার্ক অব ইন্সট্রুমেন্ট টেকনিক্যাল পার্সোনাল এন্ড ইউজার সায়েন্টিস্ট অব বাংলাদেশ’ (এনআইটিইউবি)-এর আয়োজনে ‘Training Programme on the Use, Maintenance and Trouble-Shooting of Ultra-Violet, Visible and Intrared Spectrophotometer (UV-VIS-IR)’ শীর্ষক ৬-দিনব্যাপী ৬৪তম প্রশিক্ষণ প্রোগ্রাম কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARS) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক  ড. মো: আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞা, গবেষণা কেন্দ্রের প্রাক্তন পরিচালক ও এনআইটিইউবি-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলতাফ হোসেন, ইউজিসি’র সাবেক সদস্য অধ্যাপক ড. মুহিবুর রহমান এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. নীশাত আহমদ পাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মসিউজ্জামান।