নিরাপত্তা কর্মকর্তাদের মৃত্যু: তিন সদস্যের তদন্ত কমিটি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৮ এপ্রিল : সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় পাঠানপাড়ায় ‘আতিয়া মহল’-এর জঙ্গি আস্তানার অদূরে বোমা বিস্ফোরণে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ এবং পুলিশের দুই পরিদর্শক নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। ওই কমিটির প্রতিবেদন দেওয়ার আগে নিহতদের মৃত্যুর ব্যাপারে কোন কিছু পরিষ্কার বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে ওই কমিটিতে কারা রয়েছে এবং কতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে সে ব্যাপারে কিছু বলেননি এই পুলিশ কর্মকর্তা। মনিরুল ইসলাম বলেন, মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া দুই পিস্তল এবং বিস্ফোরক দ্রব্য আগের অভিযান থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যের চেয়ে দুর্বল। কিন্তু বিস্ফোরকের পরিমাণ বেশি ছিল।

গত ২৫ মার্চ সিলেটের শিববাড়ির পাঠানপাড়ার আতিয়া ভিলায় জঙ্গি বিরোধী অভিযান পরিচালনাকালে জঙ্গিদের নিক্ষিপ্ত বোমার স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে.কর্নেল আবুল কালাম আজাদ। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় সিএমএইচ আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৬ মার্চ সন্ধ্যায় এয়ার এ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ২৯ মার্চ পুনরায় সিএমএইচ-এ ভর্তি করা হয়। সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

একই ঘটনায় ওই দিন নিহত হয় পুলিশের জালালাবাদ থানা পুলিশের (ওসি) মনিরুল ইসলাম ও আদালত পরিদর্শক চৌধুরী আবু মো. কয়ছর।