নারায়ণগঞ্জে চুরিকৃত মালামাল এবং ট্রাক উদ্ধার : গ্রেফতার-২

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৪ এপ্রিল : গত রবিবার সময়  আনুমানিক ৮ ঘটিকার সময় মেঘনা ফ্রেস সুগার মিল থেকে গাজীপুর রানি ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর উদ্দেশ্যে ৩২০ ব্যাগ চিনি ভর্তি ১টি ট্রাক যওয়ার পথে। ভোর অনুমান ৩.৪০মি: সময় রানি ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ম্যানেজার(প্রশাসন) মো. আরিফ হোসেন খান ট্রাকের হেলপারের মাধ্যমে জানতে পারেন যে, তাদের চিনি বোঝাই ট্রাকটি  ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ব্রিজে উঠার ঢালে ড্রাইভার চা খাওয়ার জন্য ট্রাকটি থামিয়ে চায়ের দোকানের সামনে যাওয়া মাত্র একটি পিকআপে করে আসা অজ্ঞাতনামা ৪ জন চোর চিনি ভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। উক্ত মালামাল এবং ট্রাকটি ফিরে পেতে রানি ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ম্যানেজার(প্রশাসন) মো. আরিফ হোসেন খান, র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১, এর একটি টিম বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে অতি. পুলিশ সুপার নরেশ চাকমা, সিনি. সহকারী পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন এবং এএসপি মোঃ ইকবাল হোসেন এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব ধর্মগঞ্জ গ্রামস্থ শাহীন কোল্ড ষ্টোরের পূর্ব পার্শ্বে অবস্থিত মসজিদ সংলগ্ন জনৈক আব্দুল কাদির এর পশ্চিম দুয়ারী টিনসেড ঘরের ভাড়াটিয়া জনৈক রাসেল ওরফে রাসেদ(৩০) এর চেইননেট কারখানার ভিতরে অভিযান পরিচালনা করে ট্রাক চুরি চক্রের সাথে জড়িত গ্রেফতারকৃত আসামী মো. মুজাহিদ(২০), পিতা. মো. হোসেন, সাং-চাঁদপুর, থানা+জেলা চাঁদপুর, বর্তমান ঠিকানা-সাং-ধর্মগঞ্জ, থানা-ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ শাকিল(২২), পিতা-মোহাম্মদ আলী মিয়া, সাং-পঞ্চবটি, উভয় থানা-ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাকটি হতে অন্য ১টি ট্রাকে চিনি ভর্তি করার সময় তাদের হাতে নাতে গ্রেফতার পূর্বক ট্রাক ও মালামাল চোরদের দখল হতে ৩২০ ব্যাগ চিনি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৯,৬০,০০০টাকা এবং ২টি ট্রাক উদ্ধার করে। উল্লেখ্য, র‌্যাবের অভিযান পরিচালনাকালে পলাতক আসামী রাসেল(৩০), পিতা-মোহাম্মদ আলী মিয়া, সাং-পঞ্চবটী, থানা-ফতুল্লা, জেলাঃ নারায়ণগঞ্জ, মো. মোক্তার(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাতসহ আরো ২/৩ জন সু-কৌশলে পালিয়ে যায়। উপরোক্ত আসামীগনসহ সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশের জেলা সমূহে ছিনতাই ও ডাকাতি কার্যক্রম করে আসছে বলে জানায়। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।