ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,০৪ এপ্রিল : কুমিল্লার মেঘনা উপজেলায় আজ উচ্চ মাধ্যমিক ও সমমানের-২০১৭ বাংলা ২য় পত্র পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। সারাদেশের ন্যায় মেঘনা উপজেলার ১টি কেন্দ্রে মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রে ছাত্র ও ছাত্রীর সংখ্যা ছিল ২৬৪ জন। কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সচিব নুরুল ইসলাম (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) বলেন, একই কেন্দ্রে ২াট প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ ও মুজাফর আলী কলেজ। নকলমুক্ত পরিবেশে কেন্দ্রের পরীক্ষা হতে সাহায্য করেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী, পরীক্ষা চলাকালীন সার্বক্ষনিক দায়িত্বে ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম মোসা, ভেটেনারী সাজেন্ট গাজী শাহ আলম। কেন্দ্র নকল মুক্ত রাখার স্বার্থে ছাত্র/ছাত্রীদেরকে মোবাইল কেন্দ্রে না নিয়ে আসতে সতর্ক করা হয়েছিল। কিন্তু পরীক্ষা চলাকালীন সময়ে বাথ রুমে একটি বই ও ১টি এন্ড্রয়েড মোবাইল পাওয়া যায় পরিত্যাক্ত অবস্থায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন মোবাইলটি ভেঙ্গে ফেলেন এবং বইটি পানিতে ফেলে দেন। পরীক্ষা কেন্দ্রে কোন রাজনৈতিক নেতাদের প্রবেশ করতে দেওয়া হয় নি। মেঘনায় নকলমুক্ত পরিবেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।