কিশোরগঞ্জে শিক্ষার্থীদের খাওয়ানো হলো কৃমিনাশক ঔষধ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৪ এপ্রিল : জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৭ উপলক্ষে শিক্ষার্থীদের খাওয়ানো হয়েছে কৃমিনাশক ঔষধ। দিবসটি উপলক্ষে গত শনিবার সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে কৃমিনাশক বড়ি তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ০১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদেরকে এ কৃমি নাশক বড়ি খাওয়নো হবে।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। এ সময় কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, উপ-পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আবু হায়াত মো. এনামুর রহমান, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটু সচেতন হলে কৃমি নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন: খাবার পূর্বে ও টয়লেট থেকে আসার পর সাবান দিয়ে হাত ধুতে হবে, শিশুদের হাত ও পায়ের নখ ছোট রাখতে হবে, রান্নার পূর্বে শাক সবজি ও অন্যান্য খাদ্য সামগ্রী ভালভাবে ধুতে হবে, রান্নার পাতিল, থালা-বাসন নিয়মিত পরিষ্কার করতে হবে, খাবারে যাতে মাছি বসতে না পারে সেজন্য খাবার সবসময় ঢেকে রাখতে হবে, মাংস পুরোপুরি সিদ্ধ করতে হবে, টয়লেটে যাওয়ার সময় অবশ্যই শিশুদের স্যান্ডেল পড়ানোর অভ্যাস করতে হবে। তিনি কৃমি নিয়ন্ত্রণে পরিস্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করেন।