ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৯ মার্চ : ‘বৈশ্বিক ইস্যুতে সমসাময়িক শিল্প, সংস্কৃতি ও সমাজ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারতে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদ অফিস সূত্রে এ তথ্য জানা যায়। সূত্রমতে, ভারতের আলিপুরদুয়ার জেলার বীরপাড়া কলেজের ইন্টারন্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আগামী ৩০ মার্চ “বৈশ্বিক ইস্যুতে সমসাময়িক শিল্প, সংস্কৃতি ও সমাজ” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে আমন্ত্রন পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মো হাবিবুর রহমান । সেমিনারে অংশগ্রহণ করতে তিনি আজ মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন।
উল্লেখ্য, বীরপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সেন সুন্দর প্রধান এ সেমিনারের সভাপতিত্ব করবেন।