মেঘনা উপজেলায় আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,১৬ মার্চ : কুমিল্লা মেঘনা উপজেলায় আইনশৃংখলার কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেঘনার নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম। সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মেঘনা থানার অফিসার ইনচার্জ সামছুদ্দিন, মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান হারুন ওর রশীদ, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাইনউদ্দিন তপন মুন্সী, ভাওরখোলার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফারুক আব্বসী, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান আঃ বাতেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কামালউদ্দিন, সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃংখলার পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে বলে মত প্রকাশ করেন। এছাড়াও ব্যাটারিচালিত অটোরিক্সা ধীরে ধীরে বদ্ধের পদক্ষেপ, মাদকযুক্ত উপজেলা গঠনে কার্যকর ভূমিকা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত ওজনের কাগজের প্যাকেট ব্যবহার করে ক্রেতা সাধারনকে প্রতারণার হাত থেকে বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধে অধিক জনসচেতনতা বৃদ্ধি, বিভিন্ন জায়গায় চুরি রোধে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা আরও জোরদার, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা গ্রহনের উপর জোর দেওয়া হয়।