ঢাবিতে ৫ কর্মীকে বহিষ্কার ছাত্রলীগের

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৫ মার্চ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। বিজয় একাত্তর হলে সিট দখলে বাধা পেয়ে ভাংচুর ও এক প্রতিবেদককে পিটিয়ে আহত করার ঘটনায় তাদের বহিষ্কার কারা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সজীব ও তুনান শেখ, উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের সালাউদ্দিন ও মাহফুজ আহমেদ এবং মার্কেটিং বিভাগের  দ্বিতীয় বর্ষের সাকিব। “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে,” বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সোমবার রাতে বিজয় একাত্তর হলের বিভিন্ন কক্ষে নিজেদের কর্মী তুলতে শিক্ষার্থীদের বাধা পেয়ে প্রাধ্যক্ষের কক্ষে ভাংচুর ও বিক্ষোভ করেন হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। এক পর্যায়ে সংগঠনের নেতাদের কথায় বিক্ষোভ থেকে সরলেও শেষ রাতের দিকে ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেনকে হলে মারধর করেন তারা।