পাঁচ দফা দাবিতে ভোটার ঐক্যের মানববন্ধন

SHARE

145বর্তমান গণতন্ত্রিক সরকারের সময় নিবন্ধন আইন সংশোধন করে ১০টি জেলা ও ২৫টি উপজেলায় রাজনৈতিক দলের কার্যালয় বাধ্যতামূলক করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ভোটার ঐক্য নামের একটি সংগঠন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবনন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমার অবগত আছি সরকার সারাদেশে দলীয় ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার ঘোষণা দিয়েছে। আমরা এজন্য সরকার ও নির্বাচন কমিশনকে অভিন্দন জানাই।

এসময় তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

এক. বর্তমান রাজনৈতিক দলের নিবন্ধন আইনের গঠনমূলক পরিবর্তন চাই। বর্তমান গণতন্ত্রিক সরকারের সময় নিবন্ধন আইন সংশোধন করে ১০টি জেলা ও ২৫টি উপজেলায় রাজনৈতিক দলের কার্যালয় বাধ্যতামূলক করা হোক।

দুই. স্বতন্ত্র প্রার্থীদের বেলায় এক শতাংশ ভোটারের লিখিত সমর্থনের ধারাটি রহিত করা হোক।

তিন. পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি ভোটে একজন ডেপুটি মেয়র ও একজন নির্বাচিত ভাইস চেয়ারম্যান বিধান রাখা হোক।

চার. ডিসি ও টিএনও এর পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটানিং অফিসারের দায়িত্ব দেওয়া হোক।

পাঁচ. পৌর নির্বাচন ৩ মাস পেছানো হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, গণঅধিকার পার্টির সভাপতি হোসেন মোল্লা, স্বরাজ মঞ্চের সমন্বয়কারী মোহম্মাদ মাসুদ,বাংলাদেশ লোকশক্তি পার্টির আহ্বায়ক শাহীকুল আলম টিটু প্রমুখ।