বাগমারায় ৫ জেএমবি সদস্য গ্রেফতার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রাজশাহী প্রতিনিধি,১১ মার্চ : রাজশাহীর বাগমারা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভবানিগঞ্জ গ্রামের মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩), উদপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৩৮), চন্দ্রপুর গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫) একই গ্রামের জাবেদ আলীর ছেলে আবদুল মান্নান (৩৫) এবং সামির উদ্দিনের ছেলে আবদুস সাত্তার (৩৩)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে পুলিশ তালিকাভুক্ত এই জঙ্গিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ২০০৪ সালে ফাঁসির আদেশ কার্যকর হওয়া জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সঙ্গে বিভিন্ন অপারেশনে অংশ নেয়ার অভিযোগ রয়েছে। ওই সময় তারা জঙ্গিসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, আটক হওয়া ব্যক্তিরা তালিকাভুক্ত জঙ্গি। পুলিশের বিশেষ শাখা ওই তালিকা করে থাকে। আটক হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।