ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৯ মার্চ : দুর্যোগ মোকাবেলায় ১৯ জেলায় ৬০ হাজার ঘর উঁচু করার উদ্যোগ নিয়েছে সরকার। এক্ষেত্রে নিঃস্ব, বিধবা, মুক্তিযোদ্ধা, অস্বচ্ছল ও প্রতিবন্ধী পরিবারের ঘরগুলো আগে উঁচু করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আগামীকাল ১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ দিবস’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, দূর্যোগকালীন সময়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বেড়িবাঁধ ও স্কুল ভবনে আশ্রয় নেয়। তাই মন্ত্রণালয় নিজ উদ্যোগে দুর্যোগপ্রবণ ১৯টি জেলায় ৬০ হাজার ঘর উঁচু করার কাজ হাতে নিয়েছে। যাতে দূর্যোগকালীন সময়ে তারা নিজ বাড়িতেই থাকতে পারেন।
তিনি বলেন, দূর্যোগ মোকাবেলার প্রস্তুতি থাকলে টেকসই উন্নয়ন সম্ভব হবে। সরকার দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।তাৎক্ষণিক প্রস্তুতি, স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্ততি, জনবল এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা সবই মাথায় রাখা হয়েছে। তিনি বলেন, তাৎক্ষণিক দূর্যোগ মোকাবেলায় আমরা দূর্যোগপ্রবণ জেলাগুলোকে তিন ভাগে ভাগ করেছি। বড় জেলায় (এ ক্যাটাগরি) ২ লাখ মেট্রিক টন চাল এবং নগদ ২ লাখ টাকা মজুদ রাখা হয়েছে। মাঝারি জেলায় (বি ক্যাটাগরি) দেড় লাখ মেট্রিক টন চাল এবং দেড় লাখ টাকা এবং ছোট এলাকায় (সি ক্যাটাগরি) জেলায় ১ লাখ মেট্রিক টন চাল এবং নগদ ১ লাখ টাকা মজুদ রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে ১০৯০ নাম্বারে ডায়াল করে বিনামূল্যে দূর্যোগের আগাম বার্তা জেনে নিতে দেশবাসীকে অনুরোধ জানান তিনি । আগামীকাল শুক্রবার জাতীয় দুর্যোগ দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে আলোচনা সভা, প্রদর্শনীসহ জেলা-উপজেলা পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল উপস্থিত ছিলেন।