তিতাসে কুমিল্লা নামে বিভাগের দাবিতে এসফা’র মানববন্ধন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,প্রতিনিধি হোমনা (কুমিল্লা),০৩ মার্চ : কুমিল্লার তিতাসে এসফা’র আয়োজনে ‘ময়নামতি নয়, কুমিল্লাকে কুমিল্লা’ নামেই বিভাগের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে অরাজনৈতিক সংগঠন স্কুল ফ্রেন্ডস এসোসিয়েশন (এসফা) ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতর্স্ফুত অংশগ্রহণে সকলের সম্মিলিত শ্লোগানে শ্লোগানে প্রাণের দাবি হয়ে উঠে ‘কুমিল্লা নামেই বিভাগের দাবি’।
মানবন্ধন শেষে সংপ্তি আলোচনা সভায় আব্দুর রহমান শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মাসুদ রহমান, রবিউল আউয়াল রবি, আবু মুসা, ইয়াসিন খান সুমন, রাসেল ভ্ইূয়া, ইকরাম, সবুজ হাসান, মোঃ শাকিল, মোঃ কালাম, হাবিবা, স্মৃতি, সালমা ও মাকসুদা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘ময়নামতি নামকরণ বাতিল করে কুমিল্লা নামে বিভাগ করতে হবে। এক খুনি মোস্তাকের জন্য লাখ বঙ্গবন্ধুর প্রেমিকের মনে আঘাত প্রয়াত বঙ্গবন্ধু আত্মা সইবে না। নেতৃবৃন্দ জোরালো দাবী জানিয়ে বলেন, জেলার নামে না হয়ে সাধারন একটি ইউনিয়নের নামে বিভাগ মেনে নেয়া যায়না এবং ঐতিহ্যবাহী কুমিল্লার ঐতিহ্যকে ধরে রাখতে কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।
প্রতিনিধি হোমনা (কুমিল্লা)
কুমিল্লার তিতাসে এসফা’র আয়োজনে ‘ময়নামতি নয়, কুমিল্লাকে কুমিল্লা’ নামেই বিভাগের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে অরাজনৈতিক সংগঠন স্কুল ফ্রেন্ডস এসোসিয়েশন (এসফা) ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতর্স্ফুত অংশগ্রহণে সকলের সম্মিলিত শ্লোগানে শ্লোগানে প্রাণের দাবি হয়ে উঠে ‘কুমিল্লা নামেই বিভাগের দাবি’।
মানবন্ধন শেষে সংপ্তি আলোচনা সভায় আব্দুর রহমান শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মাসুদ রহমান, রবিউল আউয়াল রবি, আবু মুসা, ইয়াসিন খান সুমন, রাসেল ভ্ইূয়া, ইকরাম, সবুজ হাসান, মোঃ শাকিল, মোঃ কালাম, হাবিবা, স্মৃতি, সালমা ও মাকসুদা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘ময়নামতি নামকরণ বাতিল করে কুমিল্লা নামে বিভাগ করতে হবে। এক খুনি মোস্তাকের জন্য লাখ বঙ্গবন্ধুর প্রেমিকের মনে আঘাত প্রয়াত বঙ্গবন্ধু আত্মা সইবে না। নেতৃবৃন্দ জোরালো দাবী জানিয়ে বলেন, জেলার নামে না হয়ে সাধারন একটি ইউনিয়নের নামে বিভাগ মেনে নেয়া যায়না এবং ঐতিহ্যবাহী কুমিল্লার ঐতিহ্যকে ধরে রাখতে কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।