২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট প্রত্যাহারের নির্দেশনা চেয়ে রিট

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আদালত প্রতিনিধি,০১ মার্চ : আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণা এবং ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার রিট আবেদনটি করা হয়। আবেদনটি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ বলেন, আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আজ এই আবেদনের ওপর শুনানি হতে পারে। তিনি আরও বলেন, সারাদেশে সাধারণ জনগণকে জিম্মি করে পরিবহন ধর্মঘট নাগরিকদের মৌলিক অধিকার ও সংবিধানের পরিপন্থী। তাই এই রিট দায়ের করা হয়েছে।

এদিকে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাজধানী ঢাকা। আজ বুধবার সকাল থেকে নগরীর কোনো রাস্তায় পাবলিক পরিবহনের দেখা মিলছে না। ফলে সকাল থেকেই দুর্ভোগে পড়েছেন অফিসাগামী সাধারণ মানুষসহ এসএসসি পরীক্ষার্থীরা। ফলে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন নগরবাসী।

তবে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরিবহন শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়া হবে বলে মঙ্গলবার বিকেলে গাবতলীতে এক সমাবেশে ঘোষণা দেয়া হয়েছে।