ফরিদপুরে এক কিশোরীকে জোর করে পতিতাবৃত্তি করানোর অপরাধে মমতাজ বেগম নামের এক সর্দারনীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. বজলুর রহমান এই রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, শহরের রথখোলা পতিতা পল্লীর সর্দারনী মমতাজ বেগম এক কিশোরীকে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে যৌন ব্যবসা করিয়ে আসছিলেন। ২০১২ সালের ২ জানুয়ারি প্রাশাসনের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ওই দিনই কিশোরীর মামা জামাল হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. বজলুর রহমান মামলার একমাত্র আসামি পতিতা সর্দারনী মমতাজ বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্থ কিশোরীর পরিবারকে দেওয়ার নির্দেশ প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।