তারেক-মিশুক নিহতের মামলায় বাসচালকের যাবজ্জীবন দণ্ড

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২২ ফেব্রুয়ারি : সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ‌্যম ব‌্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সরাদেশে আলোচিত সেই সড়ক দুর্ঘটনার ছয় বছর পর মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর আজ বুধবার এই রায় ঘোষণা করেন। বাসচালক জামিরকে ৩০৪ ধারায় অবহেলাজনিত মৃত‌্যুর জন‌্য দোষী সাব‌্যস্ত করে আদালত তাকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস আরোহী তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন।

তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল এবং মাইক্রোবাসের চালক মুস্তাফিজও নিহত হন ওই দুর্ঘটনায়। আহত হন ওই মাইক্রোবাসে থাকা তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলামও। সড়ক দুর্ঘটনায় ওই পাঁচনের মৃত‌্যুর ঘটনা পুরো দেশকে নাড়া দেয় তখন। সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। ঘিওর থানার তৎকালীন এসআই লুৎফর রহমান ওই দুর্ঘটনার জন‌্য দায়ী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসটির চালক জামির হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। দুর্ঘটনার দুই দিন পর মেহেরপুরের গাংনী থেকে জামির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় জামির সাংবাদিকদের সামনে দাবি করেন, মাইক্রোবাস চালকের দোষেই ওই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় যোগাযোগ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় দুই চালকেরই গাফিলতি ছিল।

ওই বছর ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ‌্য দিয়ে তার বিচার শুরু করে আদালত। ২০১১ সালের শেষ দিকে জামিনে মুক্তি পান জামির। রাষ্ট্রপক্ষে তিন পুলিশ সদস্যসহ মোট ২৪ জনের সাক্ষ্য ও জেরার পর গত ১৯ ফেব্রুয়ারি এ মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ওইদিনই বিচারক রায়ের জন‌্য ২২ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন। প্রসঙ্গত, মুক্তির গান ও মাটির ময়না চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্রকার তারেক মাসুদ তখন তার নতুন ছবি ‘কাগজের ফুল’ এর শুটিং শুরুর কাজ করছিলেন। সাংবাদিকতার সাবেক শিক্ষক আন্তর্জাতিক খ‌্যাতিসম্পন্ন ‘ক্যামেরা ডিরেক্টর’ মিশুক মুনীর তখন টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা। কাগজের ফুল’ এর লোকেশন দেখতেই তারা মানিকগঞ্জে যাচ্ছিলেন।