কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী কাইয়ুম হোসাইনকে গ্রেফতারে সকলের সহযোগিতা চান-অফিসার ইনচার্জ মেঘনা থানা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,১৭ ফেব্রুয়ারী : কুমিল্লার মেঘনার গ্রামগুলি জনবিছিন্ন, আর নদী পথের পাশের গ্রামগুলিতে এই সুযোগে জনবিছিন্নগুলিতে সন্ত্রাসীরা গড়েতোলে গন বসতি। এই রকম গ্রাম হচ্ছে,চালিভাঙ্গা গ্রামের কয়েকটি জনপথ। এই গ্রামে গড়ে উঠে সস্ত্রাসী জনপথ। সেই জনপথে গড়ে উঠে শীর্ষ সন্ত্রাসী মোঃ কাইয়ুম হোসাইন। সে দলবল নিয়ে একের পর পর ৮টি হত্যা করে নিরাপদে বীর দর্পনে ঘুরে বেড়িয়েছে এই জনপথে। আজ পর্যন্ত সে গ্রেফতার হয়নি? রাজনৈতিক ছত্রছায়ায় ঘুরে বেড়িয়েছে এই মেঘনার উপজেলার সমস্ত জনপথে। ছিল একটি বালুমহল,টাকা-পয়সা খরচ করেছেন জলের মত। টাকা দিয়ে মুখ বন্ধ করেছেন সব জায়গায়। কিন্তু সমস্যা হয়ে যায়, যে দিন এই মেঘনা থানাতে অফিসার ইনচার্জ এ এস এম সামছুদ্দিন যোগদানে পর। কাইয়ুমের সন্ত্রাসীকান্ড বন্ধ হয়ে যায় ও গ্রেফতারের চেষ্ঠা চলে। গা ঢাকা দেয় সন্ত্রাসী কাইয়ুম। চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি মইসার চর গ্রামের মোঃ আবদুল লতিফ সরকার। তিনি নীরিহ মানুষের পাশে এসে দাড়ান। সৎ ও সুন্দর জীবন গড়ে তোলার চেষ্ঠা করে সাধারন মানুষের। গত বৃহসপতিবারে আইন-শৃঙ্খলা জনসভায় এই কথা বলেন মেঘনার থানার অফিসার ইনচার্জ এ এস এম সামছুদ্দিন।