জাতীয় স্মৃতিসৌধে নতুন সিইসিসহ কমিশনারদের শ্রদ্ধা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৬ ফেব্রুয়ারি : প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পাওয়া সাংবিধানিক দায়িত্বকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন বলে জানিয়েছেন কে এম নুরুল হুদা। তবে দায়িত্ব পালনে আন্তরিক থাকবেন এবং তাতে সফল হবেন বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।  সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিইসি। এসময় চার কমিশনার- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার (অব.) শাহাদত হোসেন চৌধুরী তার সঙ্গে ছিলেন। সিইসি বলেন, ‘এই মুহূর্তে বিস্তারিতভাবে কথা বলার সময় হয়নি। আমরা এখনো বসতে পারিনি।’

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। স্মৃতিসৌধ থেকে ফিরে সিইসি নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। নতুন নির্বাচন কমিশন আজ তাদের দায়িত্ব বুঝে নেবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল নতুন কমিশনকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। এই কমিশনের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ আগামী পাঁচ বছর বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।