পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

SHARE
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৫ ফেব্রুয়ারি : পাবনার বেড়া উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশের ভাষ্য, নিহত নিস্তার ওরফে নিজাম চরমপন্থি দলের নেতা ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ঢালারচরে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত নিজাম নিস্তার পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কাথুলিয়া গ্রামের ইয়াছিন আলী মিস্ত্রির ছেলে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, দড়িরচর এলাকায় চরমপন্থি দলের জুলহাস গ্রুপ ও নিস্তার গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এ খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীদের দুই গ্রুপ গুলি ছোড়ে। এ সময় পুলিশও গুলি ছুড়লে ত্রিমখী বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে চরমপন্থি সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে নিস্তার ওরফে নিজামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আরো জানান, নিস্তার ঢালারচরে চাঞ্চল্যকর ৩ পুলিশ হত্যাসহ অন্তত ১২টি মামলার আসামি ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।