বগুড়ায় নিহত ব্যক্তি রাজীব গান্ধীর সহযোগী: পুলিশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৪ ফেব্রুয়ারি :  বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি নব্য জেএমবির আঞ্চলিক নেতা বলে দাবি করেছে পুলিশ। তিনি গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানায় পুলিশ। বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সোমবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় না জানাতে পারলেও পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নিহত ব্যক্তির নাম আবু মুসা ওরফে সামিউল। তিনি নব্য জেএমবির পাবনা-কুষ্টিয়া-নাটোর-সিরাজগঞ্জ অঞ্চলের প্রধান ছিলেন। পুলিশের ভাষ্য, গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আবু মুসা। রাজীব গান্ধীকে সম্প্রতি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার পুলিশ বলছে, কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান ও নাটোরে ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যায় আবু মুসা সরাসরি জড়িত ছিলেন। সানাউর ও সুনীল গত বছর খুন হন। বগুড়ার পুলিশের ভাষ্য, গতকাল রাতে দুর্গাপুর ইউনিয়নে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে এক দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বন্দুকযুদ্ধের স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়।