ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ ফেব্রুয়ারি : হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যলয়ের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। নিহত আবু সাইদ (২০) নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংখৈল উপজেলায়। কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা তাৎক্ষনিক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। তবে হৃদরোগের কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন চিকিৎসকরা। নিহতের সহপাঠীরা জানান, শুক্রবার দ্বিতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা হিসেবে নাটকের প্র্যকটিক্যাল কাজ চলাকালে গ্যাষ্ট্রিকজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়েন আবু সাইদ। পরে একটু সুস্থবোধ করে নিজ ইচ্ছায়ই আবারো পরীক্ষার অংশ হিসেবে অভিনয় করেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তার সহপাঠী ও বিভাগের কর্মচারীরা মিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। মধ্য রাতে তিনি সুস্থ্যবোধও করেন। পরে ভোর চারটার দিকে বমি করার পর আর তার কোন সাড়া না পেলে বন্ধুরা ডাক্তারকে ডাকলে তাকে মৃত ঘোষণা করা হয়।
তবে এ বিষয়ে নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহরিয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপরই আমরা মেডিকেলে যাই। হাসাপাতাল থেকে তার লাশ নিয়ে আসা হয়েছে।’ কর্তব্যরত চিকিৎসকের উদ্বৃতি দিয়ে শাহরিয়ার হোসেন বলেন, ‘ভোরে ওইসময় বড় কোন ডাক্তার ছিলো না। তবে ইন্টার্ন চিকিৎসকরা বলেছেন, এটা আকস্মিক মৃত্যু, প্রাথমিকভাবে হৃদরোগের কারণে মনে হচ্ছে। ৩২ নম্বর ওয়ার্ড যেহেতু হার্টের রোগীদের ওয়ার্ড। চিকিৎসকরা হয়ত গ্যাষ্ট্রিকের পাশাপাশি তার হার্টেরও কোন সমস্যা বুঝেছিলেন।’