ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,মেঘনা প্রতিনিধি,০৯ ফেব্রুয়ারি : কুমিল্লা মেঘনা উপজেলায় আজ এস এস সি ইংরেজী ২ পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেঘনা উপজেলার নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন এবং সহকারী কমিশনার ভূমি এ.এস.এম.মোসাকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায়। তবে মহেশখোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইজন ছাত্রকে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়। ছাত্ররা হচ্ছে মোঃ ইসমাইল হোসেন,দৌলত হোসেন উচ্চ বিদ্যালয় এবং মোঃ হাছিব হোসেন,মুজাফরআলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। কোন রাজনৈতিক নেতাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা যায়নি। কেন্দ্র : মেঘনা -১, ১৭৭ মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-৫৪৫, উপস্থিত ছিল ৫৪০। কেন্দ্র সচিব ছিলেন মোঃ আবদুল্লাহ আল মামুন,প্রধান শিক্ষক মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়। অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, গাজী মোঃ শাহ আলম,ভেটেনারী সার্জন মেঘনা উপজেলা,মোঃ আবুল হোসেন,পল্লী উন্নয়ন প্রকৌশলী মেঘনা উপজেলা। সহ: কেন্দ্র সচিব আবদুল মালেক আখন্দ,প্রধান শিক চন্দনপুর এম এ মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়,হল সুপার : মোঃ আব্দুল মতিন প্রধান শিক মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়।
মেঘনা -২ ১৭৮ দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়। মোট পরীক্ষার্থীর ৫০২, উপস্থিত ৪৯৯। কেন্দ্র সচিব ছিলেন মোঃ শফিকুল আলম,প্রধান শিক্ষক দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়। অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন,মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া,পল্লী উন্নয়ন অফিসার মেঘনা উপজেলা। সহ: কেন্দ্র সচিব খন্দকার আাঃ রউফ,অধ্যক্ষ মুজাফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। হল সুপার : মোঃ আলী সিদ্দিকী, প্রধান শিক্ষক লুটেরচর মফিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়।