ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,০৮ ফেব্রুয়ারি : কুমিল্লা মেঘনা উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত । আজ মেঘনায় বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রাম অনুষ্ঠিত হয়। মেঘনা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন আক্তার সুমীর নেতৃত্বে মেঘনা উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ১৯৯০ এর ১১নং ধারা মোতাবেক সর্বমোট ১৫৫০০ (পনর হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়। যাদেরকে জরিমানা করা হয়,এরা হচ্ছে,মোঃ শাহআলাম (৩৮),স্পিরিট রাখার অপরাধে ২০০০টাকা। শহীদুল ইসলাম (৪৫),৩০০০ হাজার টাকা, স্পিরিট রাখার অপরাধে,সমীর সাহ (৩০),যৌন জিনসিন সিরাপ রাখার দায়ে,৩০০০টাকা। জীবন সরকার (২৮) ২০০০ টাকা,যৌন জিনসিন রাখার দায়ে। সোহেল (৩৫) ৩০০০টাকা,যৌন উত্তেজনা সিরাপ রাখার দায়ে। রেজাউল করিম(৩৫) ২৫০০টাকা, যৌন উত্তেজনা সিরাপ রাখার দায়ে। ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন,কুমিল্লা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সাব ইন্সপেক্টর সেন্টু রঞ্জন নাথ, মোঃ আঃ ছাত্তার এ এস আই, মোঃ আমজাদ হোসেন,সিপাই, মোঃ মনির হেসেন,সিপাই।