মেঘনায় তুলাতুলী হইতে রামপ্রসাদ পর্যন্ত নদী কচুরীপানায় ভরে গেছে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,০৭ ফেব্রুয়ারি : কুমিল্লা মেঘনা উপজেলার জনগণ সুখে-দুঃখে ছুটে তাদের প্রাণের প্রিয় মানুষটির কাছে। তিনি ধৈর্য্যসহকারে মানুষের সু:খ-দুঃখের কথা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। তিনি হচ্ছেন,মেঘনার সকল মানুষের প্রিয় নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী। গতকাল তুলাতুলী গ্রামের ট্রলার মালিকরা ভিড় করলেন মেঘনার প্রাণ প্রিয় নির্বাহী অফিসার শাহিন আক্তার সুমীর অফিসের সামনে তাদের মনের দুঃখের কথা প্রাণ ভরে বলার জন্য। মেঘনার নির্বাহী অফিসার ধৈর্য্যসহকারে মানুষের মনের কথা শুনলেন এবং সমাধানের চেষ্টা করলেন। তুলাতুলী গ্রামের নদী পথটি রামপ্রাসাদের চর হয়ে মিশে ঘেছে মেঘনার মূল নদীর সাথে। কিন্তু মৎস্য ব্যবসায়ীতে নদীর দুই পাড়ে মাছ ধরার ঝোপ দিয়ে কচুুরীপানা থাকার কারণে নদী পথটি একেবারে বন্ধ হয়ে যায়। এখানকার মানুষেরা নদী পথে তুলাতুলী হয়ে ট্রলার যোগে ঢাকা যায় বৈদারবাজ হয়ে। কচুরিপানার কারণে বন্ধ হয়ে গেছে ট্রলার পথটি। কচুুরিপানা না সরালে, ট্রলার মলিকেরা ট্রলার চালাতে পারছে না এবং সাধারন মানুষেরা ঢাকা যেতে পারছে না। কাজেই সাধারন মানুষের আশা তাদের মেঘনার প্রাণ প্রিয় নির্বাহী অফিসার শাহিন আক্তার সুমী অতি দ্রুত কচুরীপানা সরিয়ে ট্রলার মালিকদের চলাচলের পথ করার ব্যবস্থা করে দিবেন।