ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৩ ফেব্রুয়ারি : এবার ভারতের বেঙ্গালুরুতে আইফোন তৈরি করবে অ্যাপল। জুনে এই কাজ শুরু হবে। বৃহস্পতিবার কর্ণটাক সরকারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশে আইফোন অ্যাসেম্বল করার প্রস্তাব দিয়েছে অ্যাপল। সেই প্রস্তাবণার ভিত্তিতেই ভারতে আইফোন তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে ভারত। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, ভারতে আইফোন উৎপাদন শুরু হলে এ নিয়ে মোট তিনটি দেশে আইফোন সংযোজনের কাজ হবে। অ্যাপলের মূল যন্ত্রাংশ নির্মাতা (ওইএম) তাইওয়ানের কোম্পানি উইসট্রন তাদের মূল কারখানার বাইরে ভারতে আইফোন তৈরির কাজ শুরু করছে। ভারতের সরকার অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে আইফোন সংযোজন ছাড়াও অন্য খাতে সহযোগিতার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।