
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুনর্মিলনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এইচ টি ইমাম বলেন, অমর একুশে হলের প্রথম পুনর্মিলনীতে আসতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এই হলের শিক্ষার্থীরা নবীন ও মেধাবী। এই শিক্ষার্থীরাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্র জীবনের স্মৃতি সুমধুর স্মৃতি। অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেই মধুর স্মৃতিকে রোমন্থনের সুযোগ করে দেয়। এটা বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করে।