ওয়াল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,৩০ জানুয়ারি : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আজ সোমবার বিকাল ৪টায় ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবে সার্চ (অনুসন্ধান) কমিটি। গত শনিবার বেলা ১১টার দিকে কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ওই বৈঠকে কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।
সার্চ কমিটির প্রথম বৈঠক উপলক্ষে গত শনিবার সকাল ১১টার আগে থেকে সদস্যরা আসতে থাকেন সুপ্রিম কোর্টে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠনে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচজন করে নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.শিরীণ আখতার অংশ নেন।
যে ১২ জনকে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি:
কমিটি বিশিষ্ট নাগরিক হিসেবে যে ১২ জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে, তারা হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এসএমএ ফায়েজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার নেত্রী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শদ) নুরুল হুদা।
সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের কাছ থেকে পাঁচটি করে নাম এলে ১৫৫টি নাম জমা পড়বে সার্চ কমিটির কাছে। এছাড়া বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে নাম আসলে নামের সংখ্যা বাড়বে। জমা পড়া নাম থেকে যাচাই বাছাই করে নাম চূড়ান্ত করবেন সার্চ কমিটি।
উল্লেখ্য, সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের কাছ থেকে পাঁচটি করে নাম এলে ১৫৫টি নাম জমা পড়বে সার্চ কমিটির কাছে। এছাড়া বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে নাম আসলে নামের সংখ্যা বাড়বে। জমা পড়া নাম থেকে যাচাই বাছাই করে নাম চূড়ান্ত করবেন সার্চ কমিটি।