মরুভুমি হতে চলেছে তেতুলিয়া, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,এম আতিকুজ্জামান শাকিল,পঞ্চগড় প্রতিনিধি,২৮ জানুয়ারি : তেতুলিয়া উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি ও নদীতে পাইপ বসিয়ে বিশাল গর্ত করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন করা হচ্ছে দীর্ঘ দিন ধরে।
একটি অসাধু চক্র প্রশাসনের চোখ কে ফাকি দিয়ে রাতের অন্ধকারে উপজেলার বিভিন্ন প্রান্ত বিশেষ করে ভজনপুর ইউনিয়নের করতোয়া নদী সহ গোনাগজ, ভদ্রেশ্বর, কুকুরমোহা।  দেবনগড় ইউপির কালিয়ামনি, জয়গোন জোত, শিবচন্ডী এলাকায় সুকৌশলে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছে।  এতে করে দিন দিন কমে আসছে ফসলি জমি আর মাঠের পর মাঠ হতে চলেছে মরুভুমি।  এছাড়া বোমা মেশিন দিয়ে পাথর তোলায় মাটির গভীরে বিশাল শুন্যতার সৃষ্টি  হচ্ছে। এতে মাঝারি মাত্রার (৬/৭) রিখটার স্কেলে ভুমিকম্প হলে মারাত্বক পরিবেশ বিপর্যয় এর  আশঙ্কা রয়েছে এমনটাই ধারণা পরিবেশ বিদ দের।  জেলার সুযোগ্য জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল এর আন্তরিক হস্তক্ষেপে কিছু দিন আগে এসব অবৈধ মেশিন বন্ধ  করে দেওয়া হয়েছিল কিন্তু সাম্প্রতিক কালে আবারো এই অবৈধ প্রক্রিয়া শুরু হওয়ায় জনমনে শঙ্কা  দেখা দিয়েছে।  উপজেলা নির্বাহী  কর্মকর্তা সানিউল ফেরদৌস এর সুযোগ্য নেতৃত্যে ও  তেতুলিয়া মডেল থানার ওসি সরেস চন্দ্রের নিয়মিত অভিযানেও বন্ধ হচ্ছে না এই ড্রেজার।  ওসি সরেস চন্দ্র প্রতিবেদক কে জানালেন,  আমরা আমরা কঠোর অবস্থানে আছি এবং নিয়মিত অভিযান করছি এব্যাপারে সর্ব স্তরের সহযোগিতা কামনা করেন এই দক্ষ পুলিশ কর্মকর্তা।