ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম ব্যুরো,: চট্টগ্রামের বোয়ালখালীতে আবুল কাশেম (৩৬) ও আলাউদ্দিন (৬২) নামে দুই প্রতারক কবিরাজকে এক বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । সোমবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কারাদন্ড পাওয়া আবুল কাশেম নাটোর জেলার সিংড়া উপজেলার পারসিংড়া গ্রামের গোলাম রসুলের ছেলে এবং আলাউদ্দিন একই গ্রামের সাবেদ আলীর ছেলে।
অভিযানকালে অনুমোদনবিহীন প্রায় ৫০ হাজার টাকার ইউনানি ওষুধ ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয় বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি।
আরো জানা গেছে, বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরার প্রবাসী সাইফুর রহমান তার বোনের প্রতিবন্ধী ছেলে ইমন (৮) ভালো করে দেয়ার শর্তে ১০ হাজার টাকার চেক দেন ওই দুই কবিরাজকে। পরে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারেন তারা ভন্ড প্রকৃতির লোক। সাইফুর রহমান এ ব্যাপারে অভিযোগ করলে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।