সৌরভ গাঙ্গুলীকে হুমকির ঘটনায় আটক ১

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,১৩ জানুয়ারি : ভারতের সাবেক ক্রিকেট দলের ক্যাপটেন সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকির ঘটনায় সন্দেহভাজন ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা ২৪x৭ নিউজ এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, সৌরভের প্রাণ সংশয় হতে পারে এই মর্মেই ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বাড়িতে গত ৯ জানুয়ারি ক্যুরিয়ারের মাধ্যমে একটি চিঠি এসেছিল। এরপরেই সিএবি’র এই প্রেসিডেন্ট পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

অভিযোগের চার দিনের মধ্যেই শুক্রবার মেদিনীপুর শহর থেকে গ্রেফতার করা হলো নির্মাল্য সামন্ত নামের ওই সন্দেহভাজনকে। পুলিশের অনুমান সৌরভের হুমকি স্বরুপ সেই চিঠি এই যুবকেরই লেখা। মেদিনীপুর পুলিশ ঘটনার যথাযথ তদন্ত শুরু করেছে।

সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করেই ওই চিঠি পাঠানো হয়েছিল। মেদিনীপুরে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে যাওয়ার কথা ছিল সৌরভের। এই অনুষ্ঠানে আসলেই দেশের প্রাক্তন অধিনায়কের মারাত্মক ক্ষতি হতে পারে বলেই হুমকি দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার সৌরভের ওখানে যাওয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনার পর সেটা পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। ধারনা করা হচ্ছে সৌরভের এই ঘটনার পিছনে কোন রাজনৈতিক কারণও থাকতে পারে।