সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ভারতীয় ফিশিং ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৭ জনের মধ্যে দুইজনকে জীবিত ও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে- বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ড।
রোববার (১৪ আগস্ট) সকালে নৌ বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।