ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),আইন আদালত প্রতিনিধি, মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ || বৈশাখ ১৬ ১৪৩২ :
আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার শুনতেবিব্রত বোধ করেছে ঢাকার একটি আদালত।
এরপর মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।
Advertisement
এ দিন মামলাটিতে নাসির হোসেন এবং তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। আসামি ও বাদীপক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি আবেদন করায় বিব্রত বোধ করেন আদালত।
সোমবার সকালে আদালতে নাসির হোসেন এবং তামিমা সুলতানা হাজির হন।এর মধ্যে বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন নাসিরের আইনজীবী।
মামলার কারণ হিসেবে বলেন, এ মামলার বিচার চলছে। এ অবস্থায় বাদীপক্ষের আইনজীবী মিস হাসান গত ১৬ এপ্রিল গণমাধ্যমে বলেন নাসির হোসেন ব্যভিচার করে তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। যেহেতু এ বিষয়ে বিচার চলছে, বিচার শেষে আদালত রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কী না এবং ব্যাভিচারের সম্পর্ক করেছেন কী না।
Advertisement
ফলে মিস হাসান তার ওই বক্তব্যের মাধ্যমে আদালত অবমাননা করেছেন বলে দাবি করেন নাসিরের আইনজীবী।
বাদীপক্ষের আইনজীবী মিস হাসান আদালতে অভিযোগ করে বলেন, “আসামিপক্ষের আইনজীবী আগে বাদীপক্ষের মামলা পরিচালনা করেছেন। আইন অনুযায়ী তিনি এখন আসামিপক্ষে মামলা পরিচালনা করতে পারেন না।”
পরে আদালত বিব্রত বোধ করে মামলাটি অন্য আদালতে পাঠিয়ে দিতে দুইপক্ষের আইনজীবীর মতামত চান। তারা আপত্তি নেই জানালে আদালত সিএমএম বরাবর ওই মামলাটি পাঠিয়ে দেয়।
Advertisement
সাংবাদিকদের উপস্থিতি এবং তাদের রিপোর্টের কারণে নাসির হোসেনের এই পালিয়ে যাওয়ার ঘটনা জনসমক্ষে আসে, যা তামিমা সুলতানার জন্য অত্যন্ত অপ্রত্যাশিত ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।