১১/০৮/২০১৬
বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে একদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।
বৃহস্পতিবার সকালে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচুর বাতাস ও স্রোতের কারণে বুধবার লঞ্চ ও স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়।
“অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার আবার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।”
এ রুটে এখন ১৭টি ফেরির মধ্যে ৯টি চলাচল করছে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা।
তিনি বলেন, লৌহজং টার্নিংয়ে ডুবোচর, তীব্র স্রোত ও বাতাসের কারণে পারাপার বিঘ্নিত হচ্ছে। স্বাভাবিক সময়ে লঞ্চ ও ফেরি পারে সাধারণত দেড় থেকে দুই ঘণ্টা লাগলেও এখন আড়াই থেকে তিন ঘণ্টা এবং কখনও কখনও তার চেয়ে বেশি সময় লাগছে।
“তাছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া রুট প্রায় বন্ধ থাকায় চাপ আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।”
বৃহস্পতিবার সকালে শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটে প্রায় ৪০০ যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বুধবার দুটি ঘাট চালু হলেও ছয়টি ফেরি দিয়ে ছোট ছোট যানবান পার করা হচ্ছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম।