রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় ওই দম্পতি নিহত হন। ফাইল ছবি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর উত্তরা প্রতিনিধি,শনিবার ২৬ এপ্রিল ২০২৫ || বৈশাখ ১৩ ১৪৩২ :
রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উত্তরার কোর্টবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাসুম (২৫) ও ইতি খাতুন (১৯)। এরমধ্যে ঘটনাস্থলেই ইতির মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকেও মৃত ঘোষণা করেন।
Advertisement
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে উত্তরা কোর্টবাড়ি এলাকার রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওই দম্পতি। ওই সময় কমলাপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইতি খাতুন নিহত হন। পরে পথচারীরা মাসুমকে হাসপাতালে নিয়ে যান। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, কয়েকজন পথচারী মাসুম নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে তার কোনো স্বজন না আসায় এখনও মাসুমের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলেও জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এই কর্মকর্তা।