ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিনিধি,শনিবার ২৬ এপ্রিল ২০২৫ || বৈশাখ ১৩ ১৪৩২ :
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মাস্টার্স প্রোগ্রামের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
Advertisement
শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্ন্যান্সের অধীনে আয়োজিত ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স’ (ইএমপিজি) প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “পরীক্ষা চলাকালীন একজন পরীক্ষার্থী আসিফ মাহমুদ নাম দিয়ে অংশ নেন। পরে জানা যায়, তিনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে কর্মরত।”
Advertisement
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই প্রোগ্রামটি নীতি-নির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত। এতে পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব এবং সুশাসন বিষয়ে সমন্বিত জ্ঞান দেওয়া হয়।
পরীক্ষার হলে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি সংগৃহীত