জোটবদ্ধ ভোটের লড়াই করতে প্রস্তুতি নিচ্ছে ধর্মভিত্তিক ৫ দল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি প্রতিনিধি, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২  :

আগামী নির্বাচনকে সামনে রেখে ভোট-জোটের ছক কষছে ইসলামিক দলগুলো। জোটবদ্ধভাবে ভোটের মাঠে লড়তে শুরু হয়েছে তোড়জোড়। এরইমধ্যে ঐকমত্যে পৌঁছেছে পাঁচটি দল। এখন চেষ্টা চলছে জোটের কলেবর বাড়ানোর। দলগুলো বলছে, ফ্যাসিবাদবিরোধী যে কারোর সঙ্গেই হতে পারে নির্বাচনী জোট।

Advertisement

 

 

ইসলামী দল হিসেবে ১৯৯১ সালে সর্বোচ্চ ১২ শতাংশ ভোট পায় জামায়াতে ইসলামী। জয় পায় ১৮ টি আসনে। পরের নির্বাচনগুলোতে ক্রমান্বয়ে কমেছে দলটির ভোট ও আসন। অন্যান্য ইসলামি দলগুলোর ভোটও ছিলো সর্বোচ্চ ১ থেকে ২ শতাংশের মধ্যে।

পরিবর্তিত প্রেক্ষাপটে আগামী নির্বাচনেকে সামনে রেখে নতুন করে সক্রিয় হয়েছে ধর্মভিত্তিক দলগুলো। মেলাচ্ছে ভোট-জোটের হিসাব নিকাশ। এ লক্ষ্যে সম্প্রতি বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ওলামা ইসলাম, নেজামে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস। সিদ্ধান্তে নেয় ঐক্যবদ্ধ নির্বাচনের।

ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দীর্ঘ ১৫ বছর দেখেছি আমরা বারবার ব্যবহৃত হয়েছি। এজন্য এবার আমরা একাত্রিত হয়ে নির্বাচনী একটি সমঝোতা করতে চাই। যাতে নির্বাচনে ভোট কেন্দ্রে ইসলামের পক্ষে একটি বাক্স পাঠাতে পারি। এ লক্ষ্যে কাজ করছি, লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রও তৈরি হয়েছে।

Advertisement

আলোচনা আছে, বাড়তে পারে জোটের কলেবর। কথা চলছে ভোটের মাঠের বড় শরিক জামায়াতের সাথেও। এমনকি বিএনপির সাথে গাটছড়া বাধা নিয়েও আলোচনার দরজা খোলা রাখতে চায় দলগুলো।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ঐক্যবদ্ধ হয়ে সব ঘরানার আলেম, দল-মতের সঙ্গে বসবো। এরপর সবাইকে ঐক্যবদ্ধ করবো।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বলেন, জোট আরও সম্প্রসারিত হতে পারে। প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে জোট হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে।

Advertisement

তবে নির্বাচনের সুষ্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগ পর্যন্ত জোটের সমীকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আশা যাবে না বলে বলছেন, আলোচনায় থাকা দলগুলো। আশাবাদী হচ্ছেন বিদ্যমান ঐক্য নিয়ে আগামীর রাজনীতির মাঠে সুবিধাজনক অবস্থানে থাকার বিষয়ে।