ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ || বৈশাখ ১২ ১৪৩২ :
ভারতীয় বাংলা সিনেমার প্রশংসিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশি সিনেমায় অভিনয় করেও দর্শকদের নজর কেড়েছেন। বাণিজ্যিক ও শৈল্পিক— উভয় ঘরানার সিনেমায় তার সুদক্ষ অভিনয় তাকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। ৫৪ বছরের ঋতুপর্ণা এবার জানালেন, বাণিজ্যিক সিনেমার পণ্য তিনি।
Advertisement
মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে, তবু শরীরিভাবে নিজেকে যেমন ফিট রেখেছেন, তেমনি ক্যামেরা-অ্যাকশনেও সরব ঋতুপর্ণা। তার অভিনীত ‘পুরাতন’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে ক্যারিয়ারের প্রসঙ্গ উঠে আসে, তখন এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।
ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি বাণিজ্যিক সিনেমার পণ্য। নিজের ক্যারিয়ার ভিন্নভাবে সাজিয়েছি। কারণ নিজের ক্যারিয়ার নিজের মতো পরিচালনা করতে ভালোবাসি।”
Advertisement
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি এমন সিনেমায় কাজ করেছি, যেগুলো অনেক পরিপক্ক, অর্থপূর্ণ এবং সম্পূর্ণ আলাদা। তাই, নিজেকে কখনো কোথাও আবদ্ধ করিনি।”
Advertisement
চলতি মাসে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত-প্রযোজিত সিনেমা ‘পুরাতন’। মা-মেয়ের গল্প নিয়ে এগিয়েছে কাহিনি। সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। দীর্ঘদিন পর বাংলা সিনেমায় অভিনয় করলেন তিনি। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এটি পরিচালনা করেছেন সুমন ঘোষ।