পারভেজ হত্যা ‘ইন্ধনদাতা’ হিসেবে ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি,বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ  ১০ ১৪৩২  :

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজন গ্রেফতার হয়েছেন। যাদের কেন্দ্র করে ঘটনার সূত্রপাত এবং এই হত্যাকাণ্ড- সেই দুই বান্ধবীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তাদের কাছ থেকেই গুরুত্বপূর্ণ ‘ক্লু’ পাওয়া যাবে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

Advertisement

হত্যার শিকার পারভেজের মিডটার্ম পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে ১৯ এপ্রিল বিকেল ৩টার দিকে বন্ধু তরিকুল, সুকর্ণ, ইমতিয়াজসহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বিপরীতে র‌্যানকন বিল্ডিংয়ের সামনের একটি শিঙাড়ার দোকানে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন, হাসাহাসি করছিলেন। তাদের পেছনে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ও তাদের বন্ধু প্রাইমএশিয়ার মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস ও মাহাথির হাসান।