থানায় জিডি করা হলো হিরো আলমের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,বুধবার ২৩ এপ্রিল ২০২৫ || বৈশাখ ১০ ১৪৩২ :
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি করেছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভি রিয়াজ।
Advertisement
হিরো আলমের স্ত্রী রিয়া মনির পর পুলিশের শরণাপন্ন হলেন ম্যাক্স অভি রিয়াজ। রাজধানীর খিলক্ষেত থানায় হিরো আলমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন রিয়াজ। ২২ এপ্রিল রাতে করা ওই জিডির নং ১২৭৭।
জিডিতে উল্লেখ করেছেন, তিনি এবং হিরো আলম দুজনেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ধরনের মিউজিক ও ড্যান্স ভিডিও করে থাকেন।
Advertisement
সেই সুবাদে দেড় মাস আগে হিরো আলমের রামপুরাস্থ অফিসে এক বৈঠকে হিরো আলমের ইচ্ছানুযায়ী তার স্ত্রী মডেল রিয়ামনির সাথে তার কিছু মিউজিক ড্যান্স ভিডিও নির্মানের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী অভি রিয়াজ রিয়া মনিকে নিয়ে গত ১০ এপ্রিল কিছু মিউজিক ভিডিও’র রিলস তৈরি করে।
জিডি অনুযায়ী, গত ১৫ এপ্রিল রিলসগুলো রিয়াজ তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করে। ওইদিন রাতেই হিরো আলমের বাবা মারা যান এবং এর পর থেকে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যে বিবাদ দেখা দেয়।
তাদের সেই বিবাদের সাথে হিরো আলম অভি রিয়াজকে জড়িয়ে গত ১৬ এপ্রিল রিয়াজকে অকথ্য ভাষায় গালি দিয়ে তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিচ্ছিন্ন করা সহ তার পরিবারের লোকজনকে জীবন নাশের হুমকি দেয়।
Advertisement
এর আগে অতীত স্মৃতি কাতর হয়ে হিরো আলম বলেন, আমাকে ছেড়ে অন্যকে ভালোবেসে বিয়ে করেছে আমার প্রথম স্ত্রী সুমি। গ্রামবাসী এ ঘটনার পুরো বিষয়টিই জানে। খোঁজ নিয়ে দেখতে পারেন। ওই ঘটনার পর আমার সাথে পরিচয় হয় রিয়ামনির। ওর সঙ্গে একটি বারেই আমাদের প্রথম দেখা হয়েছিল। প্রতিটি বারের লিস্টে খোঁজ নিলেই জানতে পারবেন রিয়ামনি, মায়ামনি সেখানে নাচ, গান করেন। মায়ামনি এখনও বারে নাচ, গান করে। সেখান থেকে ভালো পথের দিশা দিতে রিয়ামনিকে বিয়ে করি। এ সব কথাই পবিত্র কোরআনে হাত দিয়ে আমি বলতে পারি। আমি এও বলতে পারি, আমার জীবনে কোনো অন্য নারী নেই, অন্য কারো সাথে আমার সম্পর্ক নেই।
