পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকার মামলা, তদন্তে পিবিআই (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২  :

চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী গৃহপরিচারিকা পিংকি আক্তার মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

Advertisement

 

আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় পরীমণির পাশাপাশি একই ফ্ল্যাটে বসবাসকারী সৌরভ (২৮) নামের একজনকেও আসামি করা হয়েছে।

 

এজাহারে বলা হয়, কাদের এজেন্সির মাধ্যমে ২০২৪ সালের মার্চ মাসে পিংকি আক্তার পরীমণির বাসায় গৃহপরিচারিকার কাজ শুরু করেন। একটি শিশুকে দেখাশোনার দায়িত্ব বলে নিয়োগ দেওয়া হলেও বাস্তবে তাকে দুই শিশুর দেখাশোনা এবং দিন-রাত রান্নার কাজ করতে হতো। জীবিকার তাগিদে সবকিছু সহ্য করে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

 

অভিযোগে বলা হয়, চলতি বছরের ২ এপ্রিল দুপুর ১টার দিকে পরীমণি মেকআপ রুমে মাদক গ্রহণ করে এসে পিংকিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। কারণ জানতে চাইলে পরীমণি বলেন, “তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি।” জবাবে পিংকি বলেন, “বাচ্চার রুটিন অনুযায়ী এখন দুধ খাওয়ানোর কথা, তাই দুধ করেছি।”

 

এরপর পরীমণি ক্ষিপ্ত হয়ে পিংকির মাথা, মুখ ও চোখে এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় সৌরভ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরীমণিকে নির্যাতনে উৎসাহিত করেন।

Advertisement

পরবর্তীতে পিংকি আক্তার ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন এবং ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর ৪ এপ্রিল ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। কিন্তু কোনো অগ্রগতি না দেখে আদালতের দ্বারস্থ হন।