দেশের যে মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন না একজনও (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি,মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২  :

দেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর একজন পরীক্ষার্থীও এসএসসি পরীক্ষার আসনে বসেননি। ওই বিদ্যালয়টি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে অবস্থিত। ১৫ জন পরীক্ষার্থী থাকলেও ‘ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়’ নামের ওই স্কুলটিতে ঘটা এমন কাণ্ডে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

Advertisement

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ও ২০০২ সালে এমপিওভুক্ত হওয়া এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই নানা সংকটে জর্জরিত। চলতি বছর ১৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও কেউই পরীক্ষা দিতে বসেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী। তিনি বলেন, ‘এবার আমাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার জন্য ১৫ জন ছাত্রী রেজিস্ট্রেশন করেছিল। তবে দুঃখজনকভাবে তাদের একজনও পরীক্ষায় অংশ নেয়নি। আমরা অনেক চেষ্টা করেছি তাদের পরীক্ষায় বসানোর জন্য, কিন্তু তাতে সফল হইনি।’

খোঁজ নিয়ে দেখা গেছে, জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, শ্রেণিকক্ষে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, দরজা-জানালাও প্রায় নাই। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকেন না, পাঠদানও অনেকটাই গরহাজির।

নাম প্রকাশে অনিচ্ছুক দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘বৃষ্টি হলে ক্লাস হয় না, বেঞ্চ ভাঙা, পড়তে ভালো লাগে না।
অনেক সময় স্যাররাই আসেন না।’

এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা ২০০ দাবি করলেও প্রকৃত সংখ্যা শতাধিকও নয়। অথচ শিক্ষক রয়েছেন ১০ জন। এদের অনেকেই নিয়মিত নন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা গরিব মানুষ, সন্তানদের স্কুলে পাঠাই একটু ভালো ভবিষ্যতের আশায়। কিন্তু স্কুলে পড়ার পরিবেশই যদি না থাকে, তাহলে পড়বে কীভাবে?’

এতদিন ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জয়পুর মাধ্যমিক বিদ্যালয়কে এসএসসি পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করলেও এবার সেই কেন্দ্রে তাদের কেউ উপস্থিত ছিল না। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রসচিব ও বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টম।

ঘটনাটি দৌলতপুর উপজেলা শিক্ষা প্রশাসনের নজর এড়ায়নি। একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন জানান, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডাকা হয়েছে। আমরা গুরুত্বসহকারে বিষয়টি দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। ছবি : ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)