স্বস্তিকা মুখার্জি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, সোমবার ২১ এপ্রিল ২০২৫ || বৈশাখ ৮ ১৪৩২ :
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন।
Advertisement
ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি। ‘জাতিস্মর’খ্যাত এই অভিনেত্রী কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানান, এ পর্যন্ত ৬টি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এরপর তার বক্তব্য নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন ‘তাসের ঘর’ নায়িকা।
সমাজের মানুষের ভাবনা-চিন্তাকে ব্যঙ্গ করে স্বস্তিকা মুখার্জি বলেন, “৬টা নয়, আমি ৬০০টা প্রেম করেছি, আগে ভুল বলেছিলাম। ক্যাওড়াতলা যাওয়ার আগে আমি আরো একটা শূন্য এর সঙ্গে জুড়তে চাই। এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবন, যদি মনে হয় আমি ৬০০০ জন মানুষকে ভালোবাসা জ্ঞাপন করব, তাহলে বেশ করব। আমি তো বলছি না যে, ৬টা লোককে মারব, খুন করব, তাদের গলা চিরে রক্ত খাব বা তাদের ধর্ষণ করব বা তাদের সঙ্গে জালিয়াতি করব, তাদেরকে কাজ করিয়ে পয়সা দেব না, তাদের কাজ কেড়ে নেব। আমাদের আশেপাশে সমাজে তো এগুলোই হচ্ছে। প্রেম করব তাতেও মানুষের সমস্যা। তাহলে যা হচ্ছে আশেপাশে তাই হোক।”
সমাজ ছেলে ও মেয়েদের কর্মকাণ্ডকে আলাদাভাবে বিচার করে। সেই ব্যাখ্যা করে স্বস্তিকা মুখার্জি বলেন, “ভালোবাসাটা কেন সমস্যা হবে? অবশ্য, এটা নারী বলেই হয়। ছেলেরা করলে তাদের বলি, ‘হ্যাভিং অ্যা ওয়াইল্ড লাইফ।’ ভীষণ দারুণ একটা জীবন। আর মেয়েরা করলে তাদের বেশ্যা বলে। মেয়েরা ৬টা প্রেম করলে বেশ্যা। ছেলেরা ৬টা প্রেম করলে লোকে বলে— ‘ভাই এলেম আছে’। এই সমাজে আমরা বাস করছি।”
Advertisement
মৃত্যুর আগ পর্যন্ত প্রেম করতে চান স্বস্তিকা মুখার্জি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি যেমন দেখতে, আমার যেমন চেহারা, আমার যেমন ব্যক্তিত্ব, তাতে আমি ক্যাওড়াতলার স্টপেজ কালীঘাট, তার আগের স্টপ পর্যন্ত আমি প্রেম করতে চাই। প্রচুর মানুষকে ভালোবাসতে চাই। অনেক ভালোবাসা দেওয়ার বাকি আছে, আমি তা দিতে চাই। লিফলেটের মতো বিলি করতে চাই। তারপর খুবই ফুল-ফিলিং নিয়ে মরতে চাই।”
স্বস্তিকা মুখার্জি