সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনাবাহিনীর লাঠিচার্জ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সুনামগঞ্জ  প্রতিনিধি, রোববার   ২০ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৭ ১৪৩২ :

দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালু ও ওয়ার্ড সুবিধা চালুর দাবিতে আবারও সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে লাঠিচার্জ করলে অবরোধ কর্মসূচি পণ্ড হয়ে যায়।

Advertisement

রোববার সকাল ১০টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে বাঁশের বেড়িকেড দিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

Advertisement

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেনাবাহিনী। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এখন ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

মেডিকেল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ  © সংগৃহীত