খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান অব্যাহত (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খাগড়াছড়ি  প্রতিনিধি, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২ :

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।

Advertisement

 

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া, মধুপুর, নোয়াপাড়া, তেঁতুলতলা, খবং পড়িয়া, নারান খাইয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে তারা। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা অভিযান চালানোর এতথ্য জানান।

গত বুধবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করে সন্ত্রাসীরা।

Advertisement

একইসঙ্গে তাদের বহনকারী গাড়ির চালককেও অপহরণ করা হয়।

ওসি আব্দুল বাতেন মৃধা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালককে উদ্ধারে যৌথবাহিনী আজ সকাল থেকে খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া, মধুপুর, নোয়াপাড়া, তেতুলতলা, খবং পড়িয়া ও নারান খাইয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চলছে। এখনো অপহৃতদের উদ্ধার করতে পারেনি তারা। অপহৃতদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

গত বুধবার সকালে খাগড়াছড়ি সদরের কুকিছড়া থেকে স্টেশনে যাওয়ার পথে অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ শিক্ষার্থী।