SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২ :

খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে।

Advertisement

 

বুধবার (১৬ এপ্রিল) সকালে তাদের অপহরণ করা হয়। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে এ ঘটনা ঘটে।

অপহরণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) পক্ষ থেকে প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) দায়ী করে অবিলম্বে অপহৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। তবে ইউপিডিএফ এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়, অপহৃত চবির পাঁচ শিক্ষার্থী পাহাড়ের বিঝু উৎসব উপলক্ষ্যে বন্ধুদের সাথে রাঙামাটির বাঘাইছড়িতে বেড়াতে যান। উৎসব শেষে মঙ্গলবার ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি সদরে যান। তবে চট্টগ্রামগামী বাসের টিকিট না পাওয়ায় তারা খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে রাত্রি যাপন করেন।

 

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদরস্থ কুকিছড়া থেকে টমটম গাড়িতে করে খাগড়াছড়ি সদরের স্টেশনে যাওয়ার পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী তাদের গাড়ি গতিরোধ করে। পরে অস্ত্রধারীরা টমটম গাড়ির ড্রাইভারসহ পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়।

বিবৃতিতে তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে অবিলম্বে অপহৃত পাঁচ শিক্ষার্থী ও চালককে সুস্থ শরীরে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

এ ব্যাপারে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি এ অপহরণের সাথে তার সংগঠন জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, ইউপিডিএফ সবসময় ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের পক্ষে। তাই এ অপহরণের ঘটনায় ইউপিডিএফ জড়িত থাকার প্রশ্নই আসে না। এ ঘটনার সাথে ইউপিডিএফকে জড়ানো হয়েছে তা একটি ষড়যন্ত্রের অংশ।

Advertisement

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “অপহরণের বিষয়টি জেনেছি। পুলিশ ও সেনাবাহিনী মিলে যৌথ অভিযানের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা করছি।”

বুধবার সকালে খাগড়াছড়ি সদরের কুকিছড়া থেকে স্টেশনে যাওয়ার পথে অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ শিক্ষার্থী।